<p>ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে জিনিষনগর কমিউনিটি ক্লিনিকের স্থায়ী কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) না থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের পাঁচ গ্রামের হাজারো পরিবার।</p> <p>সরেজমিনে দেখা যায়, কমিউনিটি ক্লিনিকটি বন্ধ রয়েছে। এ ব্যাপারে স্থানীয়দের সঙ্গে আলাপকালে তাঁরা জানান, এই ক্লিনিক শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিএইচসিপি না থাকায় প্রায়ই বন্ধ থাকে। একজন স্বাস্থ্য সহকারী সপ্তাহে দুই দিন ওষুধ ও চিকিৎসাসেবা দেন আর বাকি চার দিন আমরা কোনো চিকিৎসাসেবা পাই না। এতে এলাকার গরিব মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।</p> <p>ওই ক্লিনিকের স্বাস্থ্য সহকারী (এইচ এ) যশো প্রকাশের সঙ্গে ফোনে কথা বললে তিনি বলেন, এখানে কোনো সিএইচসিপি নাই। আমি স্বাস্থ্য সহকারী হিসেবে আমার দায়িত্ব শেষে সপ্তাহে দুই দিন (শনি ও মঙ্গলবার) অতিরিক্ত দায়িত্ব পালন করি এখানে।</p> <p>ওই গ্রামের চিকিৎসা নিতে আসা একজন নারী রোগী বলেন, ‘কমিউনিটি ক্লিনিকটি প্রায় বন্ধ থাকার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের এলাকা থেকে উপজেলা সদর বেশ দূর হওয়ার কারণে স্থানীয় ফার্মেসিতে, না হয় গ্রাম্য চিকিৎসকের দ্বারস্থ হতে হচ্ছে।’</p> <p>ডুমাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নে জিনিষনগর কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকে আমার জানা নাই। এ ব্যাপারে আমি চিকিৎসাসেবা পরিচালনার জন্য কার্যকর পদক্ষেপ নেব।</p> <p>উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. ইউনুচ আলী বলেন, যত দিন পর্যন্ত নতুন করে সিএইচসিপি না আসবে তত দিন পর্যন্ত একজন স্বাস্থ্য সহকারীকে সপ্তাহে তিন দিন সেবা দেওয়ার জন্য বলা হয়েছে।</p> <p> </p> <p> </p> <p> </p>