<p>সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সড়াতৈল গ্রামে স্বেচ্ছাশ্রমে মাটির রাস্তা নির্মাণে ব্যস্ত গ্রামবাসী। দেড় কিলোমিটার এই মাটির রাস্তাটি নির্মিত হলে দীর্ঘ ৫৩ বছরের ভোগান্তির অবসান ঘটবে গ্রামবাসীর। মাটির এমন রাস্তাটি নির্মাণের পর স্থায়ীভাবে পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এনায়েতপুরের জালালপুর ইউনিয়নের সালদারবিলসংলগ্ন বিস্তীর্ণ ফসলের মাঠ। আশপাশে যাতায়াতের কোনো রাস্তা নেই। চলাচলে দুর্ভোগ কমাতে তাই স্বেচ্ছাশ্রমে সম্প্রতি দেড় কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু করেছেন সড়াতৈল গ্রামবাসী। এরই মধ্যে আধা কিলোমিটার রাস্তা নির্মাণ শেষ হয়েছে। একটি রাস্তার অভাবে এ অঞ্চলের মানুষের পাচিল-এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কসহ শাহজাদপুর যেতে অনেকটা পথ ঘুরতে হয়। বর্ষায় শিক্ষার্থীদের নৌকায় অনেক পথ ঘুরে স্কুল-কলেজে যেতে হয়। এ ছাড়া মাঠ থেকে ফসল ঘরে নিয়ে আসতে অনেক কষ্ট করেন কৃষকরা। রাস্তা নির্মাণের অন্যতম উদ্যোক্তা সমাজসেবক নজরুল ইসলাম বলেন, কোনো রকম মজুরি ছাড়াই গ্রামের বাসিন্দারা কাজ করছেন।</p> <p> </p>