<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর প্যানেল মেয়র ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর আবদুস সবুর লিটন আত্মগোপনে রয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনে বাধা দেওয়ার ঘটনায় মামলাও হয়েছে লিটনের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। চার থেকে পাঁচবারের বিজয়ী জনপ্রিয় কাউন্সিলরদের পেছনে ফেলে লাখ লাখ টাকা ব্যয় করে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইফোন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সহ নানা উপঢৌকন দিয়ে ১ নম্বর প্যানেল মেয়রের পদ কৌশলে বাগিয়ে নেওয়ার কথাও অনেকের মুখে মুখে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, লিটন চসিকের পাশাপাশি নিজ দলেও প্রভাব বিস্তার করেছেন। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কোনো পদ শূন্য হলে জ্যেষ্ঠতার ভিত্তিতে নেতারা দায়িত্ব পান। কিন্তু সরকার পতনের কয়েক মাস আগে ২৫ নম্বর রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়কের পদটি বাগিয়ে নিয়েছেন লিটন। তিনি ছিলেন ওই ওয়ার্ডের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক। আহ্বায়কের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হলে সেখানে নিয়ম অনুযায়ী প্রথম যুগ্ম আহ্বায়ক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়ার কথা থাকলেও আবদুস সবুর লিটন দাপট দেখিয়ে জ্যেষ্ঠদের টপকিয়ে আহ্বায়কের পদটি দখল করে নিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগর আওয়ামী লীগের নেতারা আরো জানান, লিটন নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের ডিঙিয়ে সাংগঠনিক সম্পাদক পদে আসার জন্য বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছিলেন। নগর আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও সরাসরি সাংগঠনিক সম্পাদক পদে আসার বিষয়টি নিয়ে নগর আওয়ামী লীগের এক সাংগঠনিক সভায় জ্যেষ্ঠ নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। নেতাদের কেউ কেউ প্রকাশ্যে বলেছেন, এ রকম কিছু হলে তাঁরা দলের পদ ছেড়ে দেবেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ দিকে লিটনের বিরুদ্ধে নকল সিগারেট বাজারজাত করা, নিষিদ্ধ ব্যান্ড রোল আমদানি, শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। চট্টগ্রামে নকল সিগারেট তৈরির কাঁচামালের গুদামে এনবিআরের অভিযানে বিপুল পরিমাণ সিগারেট তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এই অভিযানের বিষয়ে গত ১৮ অক্টোবর কাস্টমস গোয়ান্দা ও তদন্ত অধিদপ্তর আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক আয়শা সিদ্দিকা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে বিপুল পরিমাণ সিগারেট তৈরির কাঁচামাল আমদানি ও আমদানিকৃত কাঁচামালের বেআইনি ব্যবহারপূর্বক শুল্ককর ফাঁকি সংশ্লিষ্ট অনিয়মের আলামত পাওয়া যায়। জব্দকৃত পণ্যসমূহ হলো ৩৮ হাজার ৯৬৬ কেজি সিগারেট তৈরির পেপার, ১৮ হাজার ৭৪৪.৮ কেজি বিওপিপি ফিল্ম, পাঁচ হাজার ৭৮৯ কেজি সিগারেট তৈরির রাসায়নিক উপকরণ, চার হাজার ৭৮ কেজি টেপ, ১৩টি সিগারেট তৈরির বিভিন্ন মেশিনারিজ। তিনটি গুদামে এসব পণ্য পাওয়া যায়। স্থানীয় জনগণ জানায়, এসব গুদাম সাবেক কাউন্সিলর আবদুস সবুর লিটন ও তাঁর ভাই আব্দুল মান্নান খোকনের মালিকানাধীন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ২০২১ সালের ২২ মার্চ চসিকের তিনজন প্যানেল মেয়র নির্বাচন হয়। ওই নির্বাচনে লিটন প্রথম হন। অথচ ওই নির্বাচনে জনপ্রিয় বেশ কয়েকজন প্রার্থী ছিলেন। অভিযোগ আছে, লিটনের আইফোনসহ নানা উপঢৌকনের কাছে হেরে যান অন্যরা। তবে পাঁচবারের কাউন্সিলর গিয়াস উদ্দিন হন তৃতীয় ও চারবারের নারী কাউন্সিলর আফরোজা কালাম দ্বিতীয় হন। লিটন ২০১০ সালে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হলেও ২০১৫ সালের নির্বাচনে তিনি পরাজিত হন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইফোন দিয়ে লিটনের প্যানেল মেয়র হওয়ার অভিযোগ বিষয়ে জানতে চাইলে চসিকের ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের সাবেক দুইবারের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. শাহেদ ইকবাল বাবু কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইফোন দিয়ে ভোটারদের (কাউন্সিলর) প্রভাবিত করে উনি প্যানেল মেয়র নির্বাচিত হয়েছিলেন। জনপ্রিয় কাউন্সিলররা পিছিয়ে পড়ায় করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তবে প্যানেল মেয়র হওয়ার পর তিনি নিজেও বলেছিলেন আইফোন দিয়েছি কী হয়েছে। আমার সামর্থ্য আছে দিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নানা অভিযোগের বিষয়ে জানতে চসিকের সাবেক প্যানেল মেয়র (১) ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর আবদুস সবুর লিটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগরের হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান গতকাল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫ আগস্টের পর থেকে আবদুস সবুর লিটন পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে আমাদের থানায় ছাত্র-জনতার আন্দোলনের সময় বাধা দেওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>