<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেরপুরের নালিতাবাড়ীতে খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা বন্য হাতিকে বৈদ্যুতিক ফাঁদ পেতে হত্যার ঘটনায় মামলা করেছে বন বিভাগ। নালিতাবাড়ী থানায় দায়ের করা মামলায় ঘটনাস্থল থেকে আটক কৃষক শহীদুল ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত শহীদুল ইসলামকে আদালতে সোপর্দ করলে বিচারক তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নালিতাবাড়ী থানার ওসি মো. সানোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্ত মো. রফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে এ মামলাটি করেছেন। মামলায় গ্রেপ্তারকৃত শহীদুল ইসলামসহ অজ্ঞাতপরিচয় আরো ১৩-১৪ জনকে আসামি করা হয়েছে। এ সময় বৈদ্যুতিক জেনারেটর, জিআই তারসহ আরো কিছু জব্দকৃত আলামতসহ শহীদুল ইসলামকে আমাদের কাছে হস্তানন্তর করেছে বন বিভাগ। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত শহীদুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্ত মো. রফিকুল ইসলাম জানান, নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কের বাতকুচি টিলাপাড়া এলাকায় বন্য হাতিকে বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক ফাঁদ পেতে হত্যা করা হয়েছে।</span></span></span></span></span></p>