<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে হারানোয় উচ্ছ্বাস ছড়িয়েছে মনিকা চাকমার দুর্গম গ্রামেও। মনিকার ছোট্ট অজপাড়া গাঁ সুমন্তপাড়ার মানুষ এখন তাঁকে বরণের জন্য উদগ্রীব হয়ে আছে। জয়ের এত দিন পরও দলের অন্যতম খেলোয়াড় খাগড়াছড়ির মনিকা চাকমার লক্ষ্মীছড়ি উপজেলার ছিমছাম বাড়িতে তাই মানুষের এত আনাগোনা। দুর্গম পাহাড়ি গ্রামটি যেন উৎসবের নগর এখন।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লক্ষ্মীছড়ি উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার মোটরসাইকেলে যাওয়া সম্ভব হলেও অন্তত দুই কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে পৌঁছতে হয় মনিকাদের গ্রামে। এই গ্রামেই শিশুকাল কেটেছে তাঁর। জুমিয়া মা-বাবার সংসারে অনেক কষ্টে পড়াশোনা করতে হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে লক্ষ্মীছড়ির মরাচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল দিয়ে ফুটবলে হাতেখড়ি মনিকা চাকমার।</span></span></span></span></p>