<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে হাসপাতালে ঢুকে কয়েকজন নার্সকে মারধর করেছে রোগীর স্বজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় অবস্থান করছে পুলিশ। গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পঞ্চম তলায় ডেঙ্গু ওয়ার্ডে হাজেরা বেগম (৫৫) নামে ওই নারী মারা যান। এর আগের দিন সকালে ভর্তি হন তিনি। হাজেরা মীরকাদিম পৌরসভার পশ্চিমপাড়া এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু হেনা মোহাম্মদ জামাল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্তের পাশাপাশি ডায়াবেটিসের মাত্রা বেশি থাকায় ওই রোগীর মৃত্যু হয়। হাসপাতালে স্বজন ও নার্সদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ আসে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>