<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ অটোরিকশাচালক মো. আমির হোসেনের (২৮) লাশ দাফনের তিন মাস ১৫ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার পারিবারিক কবরস্থান থেকে তাঁর মরদেহ উত্তোলন করা হয়। তালতলী উপজেলার মৌপাড়া গ্রামের মৃত আলতাফ তালুকদারের ছেলে আমির হোসেন তালুকদার। আমির তালুকদারের স্ত্রী মামলার বাদী আন্নি আক্তার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমার স্বামীর মরদেহ ময়নাতদন্তের জন্য তুলে পুলিশ নিয়ে গেছে। আমি বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের নামে হত্যা মামলা করেছি। আমি আমার স্বামী হত্যার ন্যায়বিচার দাবি করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বরগুনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালতের নির্দেশে আমির তালুকদারের মরদেহের সুরতহাল করতে কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>