<p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাছ ব্যবসায়ীরা ছিনতাই ও ডাকাতি আতঙ্কে দিন কাটাচ্ছেন। গত দুই মাসে অন্তত পাঁচটি ডাকাতির ঘটনা ঘটে খুলনা-ঢাকা মহাসড়কের পদ্মা সেতুর পূর্বপ্রান্ত থেকে ঢাকা পর্যন্ত বিভিন্ন স্থানে। এখনো মাছভর্তি দুটি ট্রাকের সন্ধান পাওয়া যায়নি বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এ জন্য নিরাপদ মহাসড়কের দাবিতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইলে কয়েক শ মাছ ব্যবসায়ী গতকাল সোমবার সকালে মানববন্ধন করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানববন্ধনে মাছ ব্যবসায়ীরা জানান, তাঁরা খুলনাঞ্চল থেকে নিয়মিত সরকারি শুল্ক পরিশোধ সাপেক্ষে দেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে মাছ রপ্তানি করেন। মূলত বাংলাদেশের রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগ এবং আখাউড়া ও চাতলা সীমান্ত দিয়ে ভারতের একাধিক রাজ্যে এসব মাছ পাঠানো হয় বলেও তারা জানান। কিন্তু মাছ বহনকারী ট্রাকগুলো ছিনতাইয়ের শিকার হচ্ছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের ছনবাড়ি ৃসতুর কাছাকাছি এক্সপ্রেসওয়ে সংযোগ সড়কে এই ছিনতাইয়ের ঘটনা বেশি হয় বলেও তাঁরা উল্লেখ করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এভাবে গত দুই মাসে আরো কয়েকটি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে বলেও উল্লেখ করেন ব্যবসায়ী সরদার আব্দুল মালেক। তিনি বলেন, মাছের ট্রাকে ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। ট্রাকগুলো ট্রান্সপোর্ট থেকে ভাড়া নেওয়ায় ট্রান্সপোর্ট মালিকরাও মাছ বহনের জন্য আর ভাড়া দিতে চাচ্ছেন না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আঠারোমাইল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে ডাকাতি বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।</span></span></span></span></span></p>