<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শেখ সোহানের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছে তাঁর পরিবার। গত ৫ আগস্ট দুপুরে শ্রীপুরের মাওনা এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। সোহান ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভাণ্ডাব গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তিন ভাই-বোনের মধ্যে সোহান সবার বড়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সোহান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম থেকেই যুক্ত হন তিনি। ৫ আগস্ট দুপুর ২টায় ঢাকার শাহবাগের লংমার্চে যোগদানের জন্য সকালে বাড়ি থেকে বের হন। কিন্তু যান চালাচল বন্ধ থাকায় একাধিক সিএনজি অটোতে করে শ্রীপুরের এমসি বাজার পর্যন্ত গিয়ে আর এগোতে পারেননি। ওই সময় মিছিলের সঙ্গে যুক্ত হয়ে তিনি মাওনা পর্যন্ত যান। সেখানে দুপুর ২টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। গুলি তাঁর পায়ের এক দিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে ওই দিন বিকেল ৫টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকাল ৯টার দিকে তাঁকে সার্জারি বিভাগ থেকে অর্থোপেডিক বিভাগে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে চিকিৎসা বিলম্বে ক্ষতির আশঙ্কায় পরিবারের লোকজন তাঁকে চুরখাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে ১০ আগস্ট পর্যন্ত তাঁর চিকিৎসা চলে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সোহাগ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখনো পুরোপুরি সুস্থ হইনি। মাসে দুইবার ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। সেদিন গুলিটা পায়ে না লেগে আমার বুকেও লাগতে পারত। তাতেও আমার ভয় ছিল না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সোহানের মা সাইদা আক্তার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুলিটা আমার ছেলের বুকেও লাগতে পারত। মহান আল্লাহ আমার ছেলেকে রক্ষা করেছেন। বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে প্রায় লাখ টাকা খরচ হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান জানান, উপজেলা ও জেলা কমিটিতে যাচাই-বাছাই করে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া শেখ সোহানকে সহায়তা প্রদানের জন্য সুপারিশ করা হয়েছে।</span></span></span></span></span></p>