<p>কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে শ্যালোমেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হুমকিতে পড়েছে নদীতীরে স্থাপিত জাতীয় গ্রিড সঞ্চালন লাইনের একটি খুঁটি। গোড়ার মাটি সরে যাওয়ায় এর মধ্যে বেইস ঢালাইয়ের বিশাল অংশ দৃশ্যমান হয়েছে। এই স্থান সংরক্ষণ করা না হলে যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস ধরে রাত ১০টার পর থেকে মাতামুহুরী নদীতে শ্যালোমেশিন  বসিয়ে বালু উত্তোলন করা হয়। ভোরের আলো ফুটতেই নদী থেকে সরিয়ে নেওয়া হয় শ্যালোমেশিন।</p> <p>স্থানীয়দের অভিযোগ, লক্ষ্যারচর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের জিয়াবুল করিম ও মিজানুর রহমান এই বালু উত্তোলনে জড়িত। জিয়াবুল করিম তিন নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং মিজানুর রহমান ইউনিয়ন শ্রমিকদলের সদস্য।</p> <p> </p>