<p>বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের তীরবর্তী এলাকায় জেলেদের জালে গত দুদিন ধরা পড়ছে মণ মণ সামুদ্রিক মাছ। সবচেয়ে বেশি মাছ ধরা পড়ছে সাগরপারের মেরিন ড্রাইভসংলগ্ন ১০০ কিলোমিটার সৈকতজুড়ে। টানা ২২ দিন ধরে জাল ফেলা বন্ধ থাকার কারণে সামুদ্রিক মাছ তীরবর্তী চারণক্ষেত্রে জড়ো হওয়ায় ব্যাপক হারে ধরা পড়ছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। যেসব জেলে মাছ ধরা নিষিদ্ধের আগে সাগরে জাল ফেলে শূন্য হাতে ফিরে এসেছিলেন, তাঁদের মুখে এখন হাসি ফুটেছে। কক্সবাজারের ইনানি থেকে টেকনাফের শাহপরি দ্বীপের সৈকত পর্যন্ত সাগরতীরবর্তী এলাকার শত শত জেলে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে মাছ আহরণে। জেলে আবদুস সালাম বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) আমার একটি নৌকার টানা জাল দিয়ে তিন লাখ টাকার মাছ পেয়েছি। মাশা আল্লাহ, আজ পেয়েছি দুই লাখ টাকার মাছ।’ তবে এখনো তেমন ইলিশ ধরা পড়ছে না জানিয়ে তিনি বলেন, ‘ইলিশসহ দামি মাছ খুব কমই ধরা পড়ছে। এসব বড় সাইজের মাছ গভীর সাগরে অবস্থান করছে। আরো শীত পড়লে এসব জাতি মাছ ধরা পড়বে।’ কক্সবাজারের জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান বলেন, ‘প্রতিবছর সাগরে টানা ৬৫ দিন ও ২২ দিনের মাছ ধরা নিষিদ্ধের সুফল হচ্ছে এটা। নিষিদ্ধের কারণে সাগরতীরে শব্দদূষণ ছিল না। ছিল না ফাঁদ পাতার আতঙ্কও। তাই ছোট আকৃতির নানা প্রজাতির মাছ তীরবর্তী এলাকায় এসে গেছে।’</p> <p> </p>