<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী শনাক্তে আড়াই বছর আগে ১৮টি গুরুত্বপূর্ণ স্থানে ৯১টি সিসি ক্যামেরা স্থাপন করে নগর ভবন। এর মধ্যে ৬৪টি ক্যামেরা নষ্ট বলে জানা গেছে। এসব সিসি ক্যামেরা নষ্ট হওয়ায় অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে শনাক্ত করতে হিমশিম খেতে হচ্ছে নগর পুলিশকে। এ কারণে নগরীর প্রধান সড়কে অপরাধ করেও ধরাছোঁয়ার বাইরে থাকছে অপরাধীরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুর মেট্রোপলিটন পুলিশের পরিকল্পনায় রংপুর মহানগরী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে আইন-শৃঙ্খলা মনিটরিং কার্যক্রম শুরু হয়। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি রংপুর মহানগরীর যানজট নিরসনেও বেশ ভূমিকা রাখছিল এসব ক্যামেরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগর ভবনের একটি সূত্র বলছে, গত জুলাই-আগস্টের আন্দোলনের সময় এসব সিসি ক্যামেরা নষ্ট হয়েছে। আর মেরামত করা হয়নি। সম্প্রতি নগরীতে অপরাধপ্রবণতা বেড়েছে। বেড়েছে পাড়ায় পাড়ায় চুরির ঘটনাও। এমনকি নগরীর প্রধান সড়কের পাশের বিপণিবিতান এলাকা থেকেও হরহামেশাই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গত ৩১ অক্টোবর রাত ১২টার দিকে ফিল্মি স্টাইলে নগরীর টাউন হলের সামনে কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র জ্যেষ্ঠ প্রতিবেদক ও রংপুর ব্যুরো প্রধান রফিকুল ইসলামসহ অন্তত ১১ জনকে পিষে যায় একটি বেপরোয়া প্রাইভেট কার। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক রিকশাচালক নিহত হন। গুরুতর আহত হন সাংবাদিক রফিক। কিন্তু ঘাতক এবং সেই প্রাইভেট কারটিকে চিহ্নিত করতে পারেনি পুলিশ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের একটি সূত্র বলছে, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ১১টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ হয়েছে; কিন্তু গাড়ির নম্বর স্পষ্ট বোঝা যাচ্ছে না। কিন্তু মূল সড়কের পাশে সিসি ক্যামেরা থাকলে হয়তো ওই গাড়ির বিস্তারিত বের করা সম্ভব হতো। রংপুর নগর পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ৩১ অক্টোবর রাতের ওই মর্মান্তিক ঘটনায় মূলত সিসি ক্যামেরার ফুটেজে অস্পষ্টতা থাকায় গাড়িটি উদ্ধারে দেরি হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর সিটি করপোরেশনের আইটি শাখার ইনচার্জ বেলাল আহমেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় ৯১টি সিসি ক্যামেরা লাগানো আছে। এর মধ্যে ৬৪টি নষ্ট। আমাদের এই ক্যামেরাগুলো পুলিশ দেখভাল করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব সিসি ক্যামেরা নষ্ট হওয়ার কারণে কিছুটা অসুবিধায় পড়েছি। আমি নিজেই বিষয়টি সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে থাকা বিভাগীয় কমিশনারকে বলেছি। আশা করছি, এসব সমস্যার দ্রুত সমাধান হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p> <p style="text-align:left"> </p>