<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের আদর্শগ্রামের বাসিন্দা বৃদ্ধা গোলবাহার (৭০)। সাত বছর ধরে তিনি বয়স্ক ভাতা পাচ্ছেন। তবে তাঁর ভাতা বন্ধ আছে পাঁচ মাস ধরে। একই রকম সমস্যায় পড়েছেন পাশের মোহাম্মদ আলীপুরের স্বামী পরিত্যক্তা রহিজা বানু (৫১) বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের আদর্শগ্রামের বাসিন্দা দিনমজুর জিয়াবুর মিয়ার বাকপ্রতিবন্ধী মেয়ে জান্নাতুল (১৪) প্রতিবন্ধী ভাতা পায় তিন বছরের বেশি সময় ধরে। তার ভাতাও বন্ধ রয়েছে বলে জানালেন মা সেলেনা আক্তার। কেন তাঁরা ভাতা  পাচ্ছেন না, খোঁজ নিতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করেছিলেন তাঁরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাজসেবা অধিদপ্তর বলছে, চলতি বাজেটে ভাতাভোগীদের জন্য ৯ হাজার ৫৬৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ কালের কণ্ঠকে বলেন, কিছু সমস্যার কারণে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ আছে। অচিরেই উপকারভোগীরা ভাতার টাকা পাবেন।</span></span></p>