<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়ার শেরপুর পৌর উত্তরবাহিনী মহাশ্মশানে সমাধি দেওয়া এক নারীর মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই নারীর নাম গোলাপী সরকার (৫৩)। তিনি শহরের উত্তরসাহা এলাকার লক্ষ্মীতলা মহল্লার সুরেশ সরকারের স্ত্রী। গত শুক্রবার (৮ নভেম্বর) রাতে নিহতের ছেলে রঞ্জিত সরকার থানায় একটি লিখিত অভিযোগ করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগে জানা যায়, পৌর শহরের করতোয়া নদীর তীরে অবস্থিত উত্তরবাহিনী মহাশ্মশান। গত বৃহস্পতিবার রাতে শ্মশানে ঢুকে দুর্বৃত্তরা সমাধি খুঁড়ে গোলাপী সরকারের মাথা কেটে নেয়। পরদিন শুক্রবার সকালে এমন দৃশ্য দেখতে পান নৈশ প্রহরী প্রমোদ সরকার। পরে নিহতের পরিবারকে জানান তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুরেশ সরকার বলেন, ১৬ দিন আগে জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান স্ত্রী গোলাপী সরকার। পরে তাঁর মৃতদেহ মহাশ্মশানে সমাধি দেওয়া হয়। কিন্তু সমাধি খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই মহাশ্মশানের দেখভালের দায়িত্বে থাকা প্রমোদ সরকার বলেন, সমাধি থেকে লাশের মাথা কেটে নিয়ে যাওয়ার ঘটনা এর আগে কখনো ঘটেনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।</span></span></p>