<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অসুস্থতার জন্য এক মাসের মেডিক্যাল ছুটি নিয়ে স্বামীসহ লন্ডনে গেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিয়া রহমান। সেখান থেকে প্রতি মাসেই তিনি ছুটি বাড়ানোর জন্য আবেদন পাঠাচ্ছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, তানজিয়া রহমান ২০২৩ সালের ২৪ জানুয়ারি ওই বিদ্যালয়ে যোগ দেন। গত ১৮ সেপ্টেম্বর অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটিতে যান। এরপর প্রায় তিন মাস ধরে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক জানান, ওই শিক্ষকের এক মাসের মেডিক্যাল ছুটির আবেদনে তিনি সুপারিশ করেন। পরের মাসে ফের একই আবেদন পাঠান। সেটাও সুপারিশ করেছেন। পরে জানতে পারেন, তিনি স্বামীসহ লন্ডনে চলে গেছেন। এরপর আবারও আবেদন পাঠালে ওই আবেদনে সুপারিশ না করে তাঁর বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনকে বিষয়টি অবগত করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নান্দাইল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, তিনি ঘটনা জানার পর প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা জানান, এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। পেলেই তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।</span></span></span></span></span></p>