<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে বাসে পেট্রলবোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় গত ১১ সেপ্টেম্বর হওয়া একটি মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লার আদালত। একই সঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকেও একই মামলায় দুই দিনের রিমান্ড দেন আদালত। গতকাল কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৪ নম্বর আমলি আদালতের বিচারক ফারহানা সুলতানা শুনানি শেষে তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের পিপি কাইমুল হক রিংকু বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিজ্ঞাসাবাদের জন্য এ কে এম শহীদুল হক ও এ কে এম জি কিবরিয়া মজুমদারকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত শনিবার দুুপুরে বিশেষ নিরাপত্তা এই দুইজনকে ঢাকা থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।</span></span></span></span></span></p>