<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের রংপুর থেকে উপদেষ্টা পরিষদে কাউকে নিয়োগ না দেওয়ায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় রংপুর প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আয়োজিত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় আন্দোলনকারীরা সব বৈষম্য দূর করে রংপুরকে এগিয়ে নেওয়ার দাবি তোলেন। শহীদ আবু সাঈদের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরের জন্য দেশ হওয়া সহজ, বাংলাদেশ হওয়া কঠিন। বৈষম্যের তলানিতে আমাদের ঠিকানা, সরি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান খন্দকার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবু সাঈদের চেতনায় যে বাংলাদেশ বিপ্লব অর্জন করল সেই রংপুর থেকে একজন উপদেষ্টা দেওয়ার কথা কেউ চিন্তা করলেন না? রংপুর থেকে উপদেষ্টার দাবিতে বৃহৎ আন্দোলনের ডাক দিতে চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>