<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নরসিংদীতে কাভার্ড ভ্যান ভর্তি এক কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রবিবার রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে এই প্রসাধনী জব্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শামসুল আরেফিন। এ সময় কাভার্ড ভ্যানচালকের সহকারী মো. মুছন মিয়ার ছেলে মো. সাদেককে (৪৫) আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন (অপরাধ) জানান, গোপন তথ্যের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নারায়ণপুর লাল মিয়া ফিলিং স্টেশন এলাকায় আটক করে তল্লাশি করে ডিবি পুলিশ। এ ঘটনায় সরকারি শুল্ক ফাঁকির বিশেষ ক্ষমতা আইনে রায়পুরা থানায় আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।</span></span></span></span></span></p>