<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাসা থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী নগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়ির চতুর্থ তলায় সোমবার ভোরে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি রাইফেল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, একটি রিভলভার, ১৩ রাউন্ড রাইফেলের গুলি, চারটি রাইফেলের গুলির খোসা, চারটি রাইফেলের গুলির সামনের অংশ, ২০ রাউন্ড রিভলভারের গুলি,  দুটি রাইফেলের গুলির চার্জার, একটি পিস্তলের কাভার, একটি রাইফেলের কাভার, তিনটি ভারতীয় ১০ রুপির নোট, একটি ভারতীয় ২০ রুপির নোট, দুটি ভারতীয় ১০০ রুপির নোট, একটি বাইনোকুলার, ৯টি পাসপোর্ট ও একটি কালো রঙের ব্যাগ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খুলনা মেট্রোপলিটন পুলিশের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং) মোহা. আহসান হাবীব জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদের বাসায় যৌথ বাহিনী অভিযান চালায়। বাড়িটির চতুর্থ তলা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবশ্য এ বিষয়ে শেখ হারুনুর রশিদ বা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>