<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুটি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সিরাজগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচলকৃত একমাত্র </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরাজগঞ্জ এক্সপ্রেস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ট্রেনটি তিন মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। আগামী ১৫ নভেম্বর ট্রেনটি ফের চালুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ম্যানেজার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সিরাজগঞ্জ</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এক্সপ্রেস ট্রেনটি ফের চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের সরঞ্জামগুলো আংশিক মেরামত এবং প্রয়োজনীয় কিছু নতুন যন্ত্রাংশ যুক্ত করা হবে। অন্যদিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সয়দাবাদে অবস্থিত ক্ষতিগ্রস্ত শহীদ এম মনসুর আলী স্টেশন প্রসঙ্গে শাহ সুফি নুর মোহাম্মদ বলেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, এই স্টেশনটির মেরামত শেষ করে ২০ নভেম্বরের মধ্যে চালু করা সম্ভব হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>