<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (আরসা) শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)</span></span><span dir="ltr" lang="HI" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">।</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এ সময় দুটি হ্যান্ড গ্রেনেড</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, একটি দেশি তৈরি শটগান ও চার রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার সৈয়দুল আমিন (২৪) উখিয়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এল/১৮ ব্লকের মৃত ইউসুফ আলীর ছেলে। গত সোমবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। তিনি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার গোপন সংবাদ আসে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম/১৭ ব্লকে আরসার একদল সন্ত্রাসী অবস্থান করছে। সংবাদ পেয়ে ওই ব্লকে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশি শটগান, চার রাউন্ড গুলিভর্তি একটি ব্যাগ ও দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।</span></span></span></span></span></p>