<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম নগরীর সাগরিকায় দুটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ এনেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বুধবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ফায়ার ফাইটার আবদুল আজিজ বলেন, সাগরিকায় দুটি ফোমের কারখানা ছিল। বিকেল ৪টা ২৫ মিনিটে প্রথমে একটিতে আগুন লাগে। এরপর সেখান থেকে আরেকটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তািক্ষণভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাতে পারেননি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে সাভারে একটি তৈরি পোশাকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় গোডাউনে থাকা বিপুল পরিমাণ পোশাক আগুনে পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। গত মঙ্গলবার রাত ১২টার দিকে সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন শামীম এন্টারপ্রাইজের তৈরি পোশাকের গোডাউনে এই আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>