<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নালিতাবাড়ী উপজেলায় সম্প্রতি একটি বন্য হাতি হত্যা মামলায় বাতকুচি টিলাপাড়া গ্রামের শহিদুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়। কিন্তু শহিদুলের পরিবারের অভিযোগ, তিনি নির্দোষ। তাই তাঁর মুক্তি দাবি করেছেন তাঁরা। শহিদুলের বাবা ছোরহাব আলীকে ২০০৮ সালে একদল বন্য হাতি শুঁড় পেঁচিয়ে হত্যা করে। জানা গেছে, বাতকুচি টিলাপাড়া গ্রামে গত ৩১ অক্টোবর রাতে জেনারেটরের তারে জড়িয়ে একটি মাদি বন্য হাতির মৃত্যু হয়। এই ঘটনায় বন বিভাগের কর্মকর্তারা ওই দিন রাতেই শহিদুল ইসলামকে আটক করে। শহিদুলের স্ত্রী জামেলা খাতুন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার স্বামী নির্দোষ। তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ইউএনও মাসুদ রানা জানান, আইন হাতে তুলে নিয়ে কোনোক্রমেই বন্য হাতিকে উত্ত্যক্ত বা হত্যা করা যাবে না।</span></span></span></span></span></p>