<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নারী ও শিশু আইনের মামলায় আব্দুল কুদ্দুস হাওলাদার (৫২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ২৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুস হাওলাদার উত্তর বানিয়ারী গ্রামের মো. মন্নান হাওলাদারের ছেলে। নাজিরপুর থানার এএসআই মো. হিরণ গোপন সংবাদের সূত্র ধরে রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৯৯ সালে ঝালকাঠি জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সাজাপ্রাপ্ত আসামিকে দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে গতকাল আদালতে পাঠানো হয়েছে।</span></span></span></span></span></p>