<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরাল-ধামুরা পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে একই এলাকার গোলাম কিবরিয়া সিকদার ও তাঁর ছেলে শাহিন শিকদারের বিরুদ্ধে। পাকা ভবনের কাজ বন্ধের জন্য স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ  করেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সেরাল-ধামুরা পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা সড়কের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নসংলগ্ন সড়কের দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ঘর তুলে প্রায় ৩০ বছর ক্ষুদ্র ব্যবসা করে আসছেন কবির হোসেন হাওলাদার, আল আমীন আকন, আবু সালে জুয়েল, হুমায়ুন সরদার ও মাইনুল আকন। তাঁদের দোকানঘর ভেঙে ফেলে দখল করে পাকা ভবন নির্মাণ করছেন একই উপজেলার মিশ্রিপাড়া গ্রামের  এলাকার প্রভাবশালী গোলাম কিবরিয়া সিকদার ও তাঁর ছেলে শাহিন শিকদার। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে ক্ষুদ্র ব্যবসায়ী কবির হোসেন হাওলাদার, আল আমীন আকন, আবু সালে জুয়েল, হুমায়ুন সরদার ও মাইনুল আকন সাংবাদিকদের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় টিনের ঘর তুলে ৩০ বছর ধরে ব্যবসা করে আসছি। এলাকার  প্রভাবে  কিবরিয়া সিকদার ও তাঁর ছেলে শাহিন শিকদার আমাদের ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে পাকা ভবন নির্মাণ করছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে অভিযুক্ত গোলাম কিবরিয়া সিকদার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার জায়গায় আমি দোকানঘর নির্মাণ করছি। কিছু ব্যক্তি আমাকে হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম আবীর সাংবাদিকদের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা  লিখিত অভিযোগ  পেয়েছি। অভিযোগ পেয়ে আমি সরেজমিন দেখার জন্য লোক পাঠিয়েছি। পাকা ভবন নির্মাণকাজ বন্ধ রাখার জন্য তাঁদের চিঠি দেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>