<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন কর্মকর্তা পরিচয়ে সিরাজগঞ্জ সদর উপজেলায় ফার্নিচার বহনকারী পিকআপে চাঁদাবাজির অভিযোগে রিপন মিয়া নামের এক বন প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শহরের রহমতগঞ্জ কবরস্থান এলাকায় চাঁদাবাজির সময় হাতেনাতে তাঁকে আটক করা হয়। গতকাল শুক্রবার এ ঘটনায় মোকলেছুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। খোঁজ নিয়ে বাদী জানতে পারেন রিপন মিয়া বন কর্মকর্তা নন, বন প্রহরী। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাদী ফার্নিচার বোঝাই পিকআপ নিয়ে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কবরস্থান এলাকায় পৌঁছলে রিপন মিয়া পিকআপ থামিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় মারধর, প্রাণনাশের হুমকি ও পিকআপ আটকে চাঁদা দাবি করা হয়।</span></span></span></span></p>