<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ছাত্র সমাবেশের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাঞ্ছারামপুরে বিএনপির আসন্ন দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতিতে গতকাল শনিবার আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্ররাই তারেক রহমানের ভবিষ্যৎ। ছাত্ররাই পারবে দেশের শান্তি-শৃঙ্খলা, গণতন্ত্র উদ্ধার করতে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাঞ্ছারামপুর উপজেলা ছাত্র-ছাত্রী মৈত্রী সমিতির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ, বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যসচিব এ কে এম মুসা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক সাঈদ, সদস্যসচিব মো. ছালে মুছা, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ আকাশ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এইচ জেড শুকড়ী সেলিম, ঢাকা দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমীন সরকার রাজীব, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহাবুব হাসান প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক প্রার্থীদের প্রতীক তাঁদের বক্তব্যের মাধ্যমে জনগণকে জানিয়ে দিয়ে ভোট প্রার্থনা করেন আগামী ২০ নভেম্বর দ্বিবার্ষিক কাউন্সিলে।</span></span></p>