<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী মেহেদি উৎসব উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সামাজিক সংগঠন অভয়ারণ্য। বাঙালি সংস্কৃতি তুলে ধরতে গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ব্যতিক্রমী এই আয়োজন করে সংগঠনটি। এই আয়োজনে দুই বছর আগে ক্যাম্পাসে সংগঠনটির উদ্যোগে রোপিত মেহেদিগাছ থেকে পাতা সংগ্রহ করে শিক্ষার্থীদের হাতে সাজিয়ে দেওয়া হয়। এ ছাড়া বাঙালিয়ানা গানসহ নানা সাংস্কৃতিক কর্মসূচি পালন করে সংগঠনটি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে দেখা যায়, সংগঠনটির সদস্যরা নতুন মেহেদিগাছের পাতা বেঁটে সেই মেহেদি লাগানো হচ্ছে একে অন্যের হাতে। বৃক্ষের গায়ে সামাজিক সচেতনতা তৈরিতে একটি পটচিত্র অঙ্কন করেছেন। বাঙালি সংস্কৃতির নান্দনিক আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। এদিকে এদিন ক্যাম্পাস ভ্রমণে আসা রাশিয়ার কয়েকজন পর্যটক এই অনুষ্ঠানে অংশ নিলে আয়োজনকে নতুন মাত্রা দেয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভয়ারণ্যের সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাঙালিয়ানা সংস্কৃতিকে তুলে ধরতে আজকে আমরা মেহেদি উৎসব উদযাপন করেছি। আমরা দুই বছর আগে ক্যাম্পাসে লাগানো প্রায় ৬০টি মেহেদিগাছের পাতা থেকে এই আয়োজন করেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p> <p style="text-align:left"> </p>