<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই দফায় মারামারির ঘটনায় অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের প্রেরিত একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টু ২০২৪।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এর আগে গত ১৪ নভেম্বর লোকপ্রশাসন বিভাগ এবং অ্যাকাউন্টিং বিভাগের মধ্যকার খেলায় ফার্মেসি বিভাগের এক খেলোয়াড় দ্বারা বাইরে যাওয়া বল মাঠে ফেরত পাঠানোকে কেন্দ্র করে লোকপ্রশাসন এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই বিভাগ থেকেই প্রক্টর বরাবর দুটি অভিযোগ পত্র দেওয়া হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>