<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হওয়ার ঘটনায় হামলাকারী বেশির ভাগের নাম উল্লেখ না করে দায়সারা প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ উঠেছে তদন্ত কমিটির বিরুদ্ধে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী মাত্র দুই শিক্ষক ও সাত কর্মকর্তা-কর্মচারীকে বহিষ্কার করা হলেও বেশির ভাগ হামলাকারী এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন অনেক কর্মকর্তা-কর্মচারীর নাম উল্লেখ না করায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী এবং বিভিন্ন মহল এই প্রতিবেদনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্দোলনের যারা বাঁধা দিয়েছে তারাই ১৬ জুলাই আবু সাঈদ হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। তদন্ত কমিটি কয়েকজনের নাম দিয়ে দায়সারা কাজ করেছে শুধু। এখনো যারা শাস্তি পায়নি, যারা আন্দোলনে আমাদের ওপরে হাত তুলেছে, ইটপাটকেল নিক্ষেপ করছে তাদের সঠিক বিচার করা হোক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে তদন্ত কমিটির সদস্যসচিব ও প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, তদন্ত চলছে। পরে সিন্ডিকেট সভায় তাদের নাম প্রস্তাব করা হবে, অপরাধীরা শাস্তি পাবে, যারা নিরপরাধ তারা মুক্তি পাবে।</span></span></span></span></p>