<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জোয়ানরা গতকাল সোমবার ভোরে বান্দরবানের থানচি উপজেলার হাজরাংপাড়া এলাকা থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত তিনটি অস্ত্র ও ইউনিফর্ম উদ্ধার করেছে। বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গতকাল বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ-মায়ানমার সীমান্তসংলগ্ন থানচি উপজেলার দুর্গম এলাকা হাজরাং ত্রিপুরা পাড়াসংলগ্ন গহিন অরণ্য থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বন্দুক, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ইউনিফর্ম। এ সময় বিজিবি জোয়ানদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার দুর্গম এলাকাগুলোতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)সহ অন্যান্য সশস্ত্র গ্রুপগুলোর সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে বিশেষ অভিযান চালাচ্ছে।</span></span></span></span></p>