<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে। ক্ষণগণনা শুরু হয়েছে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন নিয়ে। বেনাপোল থেকে মাত্র তিন ঘণ্টায় ঢাকা যাওয়া যাবে এই আনন্দে ভাসছে বেনাপোল, নাভারন ও ঝিকরগাছাসহ যশোরবাসী। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এ অঞ্চলের মানুষের। এক্সপ্রেস ট্রেনটি আগামী ১ ডিসেম্বর থেকে বেনাপোল-নড়াইল-ঢাকা রুটে চলাচল করবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, মাত্র তিন ঘণ্টা সময় নিয়ে ঢাকার সঙ্গে বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলবে। স্বল্প সময়ে ট্রেনে আরামদায়ক ভ্রমণে যাত্রীসংখ্যা যেমন বাড়বে, তেমনি আমদানি করা পণ্য এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য কম সময়ে যাবে ঢাকায়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো জানান, সকাল ৬টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে বেনাপোল পৌঁছবে সকাল ৯ টায়। এক ঘণ্টা পর সকাল ১০টায় বেনাপোল ছেড়ে দুপুর ১টায় কমলাপুর পৌঁছবে। দুপুর ২টায় আবার কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশে রওনা দিয়ে বিকেল ৫টায় বেনাপোল পৌঁছবে। ট্রেনটি সন্ধ্যা ৭টায় বেনাপোল থেকে রওনা দিয়ে রাত ১০টায় ঢাকা পৌঁছবে।</span></span></span></span></p>