<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরের গঙ্গাচড়ায় কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (বিএনপি) সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক দল। গতকাল বুধবার সকালে উপজেলার নোহালী ইউনিয়নের পশ্চিম কচুয়া এলাকার কৃষক রবিউল ইসলামের ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষক দলের সদস্যসচিব শহীদুল হক। এ সময় তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংগ্রাম ও অর্জনে, দুর্যোগ-দুর্বিপাকে এ দেশের কিষান-কিষানিকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এ দেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় লোকজন নিয়ে কাঁচি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হাতে কৃষকদের ধান কেটে দিচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষক রবিউল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জমিতে আমন ধানের চাষ করেছি। ফলনও এবার ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় কাটতে পারছিলাম না। কৃষক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিয়েছেন, এতে আমার অনেক উপকার হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তাই কৃষক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় আরো উপস্থিত ছিলেন নোহালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্যসচিব কামরুজ্জামান জুয়েল, নোহালী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আবু হেনা প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>