<p>চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপাকুড়া এলাকায় দুদুয়ার খালের ওপর নির্মিত সেতুটি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেতুর ওপর দিয়ে চলাচলকারী কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়দের। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।</p> <p>এলাকাবাসী জানায়, প্রায় দুই যুগ আগে দুদুয়ার খালের ওপর এই সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের এক বছর পরেই পাহাড়ি ঢলের স্রোতের তোড়ে পার্শ্ববর্তী ভোগাই নদীর বাঁধ ভেঙে দুদুয়ার খালের সঙ্গে মিশে যায়। ওই সময় সেতুটির বেশির ভাগ অংশ ভেঙে যায় ও কিছু অংশ মাটিতে দেবে যায়। সেতুর রেলিং ভেঙে যায়।</p> <p>দাওয়াকুড়া গ্রামের ইউপি মেম্বার মো. উমর আলী (৫০) কিছুটা অভিযোগ করে বলেন, ‘আমগোর এমপি মতিয়া চৌধুরী ১৫/১৬ বছর ক্ষমতায় থাইকাও এই ভাঙা পুলের দিকে কোনো দিন নজর দেয় নাই, শুধু বক্তব্যেই কইতো উন্নয়ন করসি’। তিনি আরো বলেন, ‘আসলে তিনি তো কোনো দিন এই পুলের উপরে দিয়া পার হইয়া দেখেন নাই, তাই জনগণের কষ্ট বুঝে নাই।’</p> <p> </p> <p> </p>