<p>রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র‍্যাগিং প্রতিরোধে নতুন পদক্ষেপ হিসেবে ক্যাম্পাসজুড়ে অভিযোগ বক্স স্থাপন ও ই-মেইল ঠিকানা চালু করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসের প্রতিটি একাডেমিক ভবন, আবাসিক হল এবং প্রক্টর অফিসে র‍্যাগিংসংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার জন্য বক্স স্থাপন করা হয়েছে। এ ছাড়া ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানোরও ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে এবং প্রমাণ সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নবাগত শিক্ষার্থীদের প্রতি সবার সহানুভূতিশীল এবং বন্ধুত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করছে। ‘র‍্যাগিং নয়, সহানুভূতি ও বন্ধুত্বই হোক বেরোবিয়ানদের পরিচয়’—এই বার্তা ছড়িয়ে দিতে আহ্বান জানানো হয়েছে।</p> <p> </p> <p> </p>