<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক পদায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তরুণ স্বেচ্ছাসেবীরা। জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের ডাকে গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব সরকার, বোদা উপজেলা স্বেচ্ছাসেবী প্রতিনিধি আব্দুল মতিন, দেবীগঞ্জের আব্দুল মজিদ, আটোয়ারীর আতিক হাসান, তেঁতুলিয়ার রাব্বি ইমন ও পরিবেশবন্ধু সংগঠনের সভাপতি নয়ন তানবীরুল বারী বক্তব্য দেন। পরে তারা কিছু সময় মহাসড়কের ওপর বসে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকে পড়ে। আগামী শনিবারের মধ্যে চিকিৎসক পদায়ন করা না হলে আমরণ অনশন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্দোলনকারীরা জানান, যুগ যুগ ধরে অবহেলিত ও বৈষম্যের শিকার দেশের সর্ব উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের চিকিৎসা খাত। দেশে নতুন বিপ্লবের পরও একই অবস্থা চলছে। জেলায় সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ১৭০টি পদের মধ্যে কর্মরত মাত্র ৪৪ জন। ১২৬ পদটি খালি। তাই জরুরি রোগী নিয়ে রাতদুপুরে ছুটতে হয় রংপুর, দিনাজপুর কিংবা ঢাকায়। এই বৈষম্য চলছে দীর্ঘকাল ধরে। পরিবেশবন্ধু সংগঠনের সভাপতি নয়ন তানবীরুল বারী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিপ্লবের পর নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল দেশের প্রান্তিক হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান বাড়বে। কিন্তু আমরা বরাবরের মতোই এখনো দেখছি অবহেলিত জেলার স্বাস্থ্য খাত। কোনো হাসপাতাল মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে এমনও আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>