<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ এখন ধুলার নগরী। যেকোনো সড়ক দিয়ে ট্রাক, বাস এমনকি মোটরসাইকেল গেলেও ওই সময়ে সড়কের বাতাসে কুয়াশার মতো ধুলা উড়ে বেড়ায়। ধুলার কারণে এক অস্বাস্থ্যকর নগরী হয়ে উঠেছে ময়মনসিংহ। পরিবেশ অধিদপ্তরের বায়ুর মান সূচকেও এই নগরীর বায়ুর মান নিয়মিতই অস্বাস্থ্যকর সূচকে অবস্থান করছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বাড়িঘর নির্মাণ, পুরনো বাড়িঘর ভাঙা, নদের চর থেকে বালু উত্তোলন, পরিবহনসহ বিভিন্ন কারণে নগরীরতে ধুলার যন্ত্রণা বাড়ছে। এসব কারণে অনেকেই নিজেদের অজান্তে ফুসফুসের নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ধুলা রোধে সিটি করপোরেশনের কোনো তৎপরতা নেই। সড়কের বালু অপসারণে নেই কোনো উদ্যোগ। সড়কে পানি ছিটানোর দৃশ্যও চোখে পড়ে না। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, ধুলার কারণেই এ নগরীর বাতাস অস্বাস্থ্যকর থাকছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে গিয়ে দেখা গেছে নগরীর পাটগুদাম বাসস্ট্যান্ড মোড়ে সব সময়ই বাতাসে কুয়াশার মতো ধুলা থাকে। ধুলার রাজত্ব নগরীর আকুয়া বাইপাস মোড় ও মাসকান্দা বাইপাস মোড়ে। এ ছাড়া নগরীর প্রধান সড়কের দুই পাশে ও মাঝখানের ডিভাইডারেও প্রচুর ধুলাবালি জমে থাকে। দ্রুতগামী কোনো যানবাহন গেলেই ধুলা ঘন কুয়াশার মতো বাতাসে উড়ে বেড়ায়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে পরিবেশ অধিদপ্তরের তথ্যও বলছে, ময়মনসিংহের বাতাস নিয়মিতই অস্বাস্থ্যকর থাকছে। বায়ুর মান ০-৫০ পর্যন্ত ভালো, ৫১-১০০ মধ্যম, ১০১-১৫০ সাবধানতা, ১৫১-২০০ অস্বাস্থ্যকর এবং ২০১-৩০০ খুবই অস্বাস্থ্যকর। ময়মনসিংহের বাতাস অস্বাস্থ্যকর সূচকেই বেশি থাকছে। গত ২৩ নভেম্বর নগরীর বায়ুর মান ছিল ১৮০। এর আগে ২২ তারিখ ছিল ১৭৯ এবং ২১ তারিখ ছিল ১৬৯। দেখা গেছে, শুকনো মৌসুমে ময়মনসিংহের বায়ুর মান প্রায় সব সময়েই অস্বাস্থ্যকর থাকে। এ কারণে নগরীতে বাড়ছে ফুসফুসের নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসক নাসির উদ্দীন বলেন, এখন প্রতিদিন গড়ে তাদের ক্লিনিকে প্রায় ৩০ জনের মতো রোগী আসছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধুলাবালির কারণে শিশু ও বয়স্করা খুবই ঝুঁকির মধ্যে থাকেন। এ ব্যাপারে আমাদের সবারই সচেতন হওয়া দরকার।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহের পরিবেশ অধিপ্তরের উপপরিচালক মো. মেজবাবুল আলম বলেন, ধুলার কারণেই ময়মনসিংহ নগরীর বাতাস অস্বাস্থ্যকর থাকে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধুলা কমাতে সিটি করপোরেশনের কোনো তৎপরতা বর্তমানে তেমন চোখে পড়ছে না। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ জানান, তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি অবহিত করবেন।</span></span></span></span></span></p>