<p>রংপুর রেলওয়ে স্টেশনটি প্রতিষ্ঠিত হয়েছে ১৪৬ বছর আগে। প্রতিষ্ঠার প্রায় দেড় শ বছরেও বি-গ্রেড থেকে এ-গ্রেডে উন্নীত হয়নি। এর মধ্যে চলে গেছে ব্রিটিশ ও পাকিস্তান আমল। বিভাগীয় নগর রংপুরের রেলওয়ে স্টেশনটি জরাজীর্ণ আর নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে আজও। ফলে এখানে অবাধে ছিনতাই, চুরি, মাদক সেবন ও বিক্রয় হচ্ছে।</p> <p>স্থানীয়রা জানায়, রেলওয়ে স্টেশন রি-মডেলিং প্রকল্পের আওতায় দেশের অন্যান্য বিভাগীয় পর্যায়ের স্টেশন বদলে গেলেও প্ল্যাটফরম উঁচু করা আর বাউন্ডারি ওয়াল তৈরিতে সীমাবদ্ধ রয়েছে এই স্টেশনটি। রংপুর থেকে ঢাকাগামী রেলের সংখ্যা অবিলম্বে বৃদ্ধি করাসহ রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের দাবি রংপুরবাসীর।</p> <p>স্থানীয়রা আরো জানায়, এ স্টেশনে তিনটি প্ল্যাটফরম থাকলেও একটি থেকে অন্যটিতে যেতে নেই কোনো উড়াল সেতু। ফলে রেললাইনের ওপর দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই ট্রেনে ওঠানামা করতে হয় যাত্রীদের। একটি মাত্র প্ল্যাটফরমে অপেক্ষা করতে হয় নারী-পুরুষ সবাইকে।</p> <p>বিভাগীয় শহরের এই স্টেশনে যাত্রীদের বিশ্রামাগার ও শৌচাগারের অবস্থাও শোচনীয়। একটি মাত্র টয়লেটের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় সব শ্রেণির যাত্রীদের। রাতের নিরাপত্তা আর পরিবেশ নিয়েও রয়েছে অনেক অভিযোগ।</p> <p>গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই স্টেশনের দৃশ্যমান উন্নয়ন বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। গত ৬ অক্টোবর বুড়িমারী থেকে ছেড়ে পার্বতীপুরগামী লোকাল এলআর ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ-সমাবেশ করেছেন ছাত্র-জনতা। অভিযোগ রয়েছে, প্রায় দেড় শ বছরের পুরনো এই স্টেশনটিতে পদে পদে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।</p> <p>রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে এই স্টেশন দিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, উত্তরবঙ্গ মেইল, দিনাজপুর কমিউটারসহ সাত জোড়া ট্রেন আসা-যাওয়া করে। এই স্টেশন দিয়ে প্রায় সাত হাজার যাত্রী দেশের বিভিন্ন স্থানে চলাচল করছে। কাগজে-কলমে এ দুই রেলস্টেশনের সঙ্গে রংপুর স্টেশনের কোনো পার্থক্য নেই।</p> <p>স্টেশনের সুপারিনটেনডেন্ট শংকর গাঙ্গুলী জানান, রংপুর বিভাগীয় শহর হলেও এ রেলস্টেশনটি ‘বি’-গ্রেডের। রংপুর স্টেশনের যাবতীয় উন্নয়নের কাজের বরাদ্দ পাস হয়েছে কয়েক মাস আগে। কিন্তু সরকার পরিবর্তনের পর এই পরিস্থিতিতে কাজগুলো থমকে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ছাত্র-জনতার দাবির বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। শিগগির রংপুরকে আধুনিক মডেল স্টেশনে রূপ দেওয়ার কাজ শুরু হবে।</p> <p> </p>