<p>মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীতে উৎসবের আমেজে শত বছরের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী ‘হাট বাওয়া’ উৎসব শেষ হয়েছে। গত সোমবার শুরু হওয়া এই উৎসব শেষ হয় বুধবার বিকেলে। উৎসবে জেলেদের পাশাপাশি সহস্রাধিক বিভিন্ন পেশার শৌখিন মৎস্য শিকারিরা অংশ নেন। তবে স্থানীয় লোকজন জানায়, নদীর উজানে ভারতের অংশে বিষ প্রয়োগের কারণে মাছ মারা যাওয়ায় নদীর মাছ কমে গেছে। গত সোমবার সকাল ১০টায় মনু নদীর হাজীপুর ইউনিয়ন অংশে মনু-কটারকোনা রেল ও সড়ক সেতুর পূর্ব স্থান থেকে এই উৎসবের যাত্রা শুরু হয়। হাজীপুরের মনু রেল সেতু, কটারকোনা, মাহতাবপুর, টিলাগাঁওয়ের লালবাগ, গাজীপুর ও পৃথিমপাশার ছৈদল বাজার ঢহর (নদীর গভীর অংশ) ছোট-বড় বিভিন্ন জাল দিয়ে মাছ শিকার করে শিকারিসহ স্থানীয় লোকজন। উৎসবের শেষ দিনে গতকাল মাদানগরের বাসিন্দা পেশাদার মাছ শিকারি সফাত মিয়ার জালে ধরা পড়ে ছয় কেজি ওজনের বাউশ ও চার কেজি ওজনের বোয়াল। কালা মিয়ার জালে ধরা পড়ে তিন কেজি ওজনের বাউশ, দুই কেজি ওজনের চিতল, দেড় কেজি ওজনের মৃগেলসহ বিভিন্ন মাছ।</p> <p> </p>