<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুরির মামলায় কারাগারে যান আতাহার আলী (৩২)। ২২ দিন অবস্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দালনের সময় নরসিংদী কারাগারে হামলা হলে তিনি অন্যদের সঙ্গে পালিয়ে যান। পরে ভয়ে আদালতে হাজির হলে আদালত তাকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে প্রেরণ করেন। ১৭ দিন পর সেখানেও হামলা হলে আতাহার আবার পালিয়ে যান। এর পর থেকে তিনি গ্রামের বাড়িতেই অবস্থান করছিলেন। ময়মনসিংহের নান্দাইল থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার তাকে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ জানান, থানায় তথ্য আসে লংগারপাড় গ্রামের আতাহার আলী দুই কারাগার থেকে পালানোর পর এলাকায় ঘুরাফেরা করছে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। থানায় অবস্থান করা গ্রেপ্তার আতাহার </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, কারাগার থেকে পালানোর অভিযোগে গত ১৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ী থানায় আতাহার আলীর বিরুদ্ধে পেনাল কোডে মামলা হয়।</span></span></p> <p style="text-align:left"> </p>