<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামালপুর জেলা বিএনপি কার্যালয় ও একটি বেসরকারি হাসপাতালে একদল দুর্বৃত্ত মধ্যরাতে পিস্তল ও ছুরি নিয়ে হামলা করে। এ সময় হাসপাতালের দুই কর্মীকে মারধর এবং হাসপাতালের অভ্যর্থনা ডেস্ক, প্রবেশপথের দরজা, কাউন্টারসহ আসবাব ভাঙচুর করে। হাসপাতালে হামলার পর দুর্বৃত্তরা বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা করে এবং ফাঁকা গুলি করে চলে যায়। বৃহস্পতিবার রাত ১টা দিকে শহরের সরদারপাড়া এলাকায় বেসরকারি এম এ রশিদ হাসপাতালে এ ঘটনা ঘটে। সিসিটিভিতে দেখা যায়, পাঁচ যুবক হাতে পিস্তল নিয়ে হাসপাতালের ভেতর ঢুকে অভ্যর্থনা ডেস্ক এবং কাউন্টারে থাকা কর্মচারীদের ভয় দেখিয়ে ভাঙচুর ও দুজনকে মারধর করে। এরপর তারা চলে যায়। জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসপাতালে কোনো কারণ ছাড়াই হামলা ও ভাঙচুর করা হয়েছে। পরে অস্ত্রধারীরা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে অস্ত্র প্রদর্শন ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>