<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা দিয়েছে, সেখানে কৃষকদের উন্নয়নের ব্যাপারে সুস্পষ্টভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে ৩১ দফায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের যৌক্তিক মূল্য পায় তা নিশ্চিত করা হবে। গতকাল শুক্রবার দুপুরে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে কৃষকদল আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে অমিত বলেন, কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের বিপরীতে বীমা সুবিধা চালু করা হবে। এর ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অন্য কোনো কারণে ফসল নষ্ট হয়ে গেলেও কৃষককে পথে বসতে হবে না। সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইউব। যশোর প্রেস ক্লাব অডিটরিয়ামে এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহ্বায়ক মকবুল হোসেন।</span></span></span></span></span></p>