<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে টিএসপি ও পটাশসহ বিভিন্ন সার বিক্রি করার অভিযোগে মেসার্স নুরনবী মজুমদার ট্রেডার্স নামের এক সার ডিলার প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে সার বেচাকেনায় জড়িত থাকায় আল মামুন নামের এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযানে অবৈধভাবে সার বিক্রির প্রমাণ মেলায় তাদের এই অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানায়, কয়েক দিন ধরেই সেনাবাহিনীর সদস্যরা অবৈধ সার বিক্রির চক্রকে ধরতে কাজ করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাসিরমণ্ডল হাটে অবৈধভাবে সার বিক্রির সময় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আল মামুন নামের এক ব্যক্তিকে আটক করে তারা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বোদা উপজেলা সদরে নুরনবী মজুমদার নামের এক সার ডিলারের গুদামে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা আল মামুনের সঙ্গে নুরনবী মজুমদারের লাখ লাখ টাকার সার বিক্রি ও টাকা লেনদেনের প্রমাণ পায়।</span></span></span></span></span></p>