<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুনামগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ ফলন পেয়েছেন চাষিরা। এ পর্যন্ত প্রায় ৫০ শতাংশের বেশি ধান কাটা শেষ হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এপ্রিল, মে ও জুনে বন্যার কারণে আমন ক্ষেতে পলি পড়ায় ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। প্রতি বিঘায় ১৪-১৮ মণ ধান উৎপাদিত হয়েছে। হেক্টরপ্রতি ধানে ৪.১ মেট্রিক টন (ধান) ও ২.৭৩ মেট্রিক টন (চাল) আমন ফসল উৎপাদন হয়েছে। গতকাল রবিবার পর্যন্ত জেলায় প্রায় ৫০ শতাংশেরও বেশি জমির আমন ধান কাটা শেষ হয়ে গেছে। ধান কাটা, মাড়াই ও রোদে শুকিয়ে সহজে গোলাজাতও করছেন কৃষকরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৪-২৫ আমন মৌসুমে বাম্পার ফলন হয়েছে আমন ধানের। আমাদের হিসাবে এবার আমনের রেকর্ড উৎপাদন। লক্ষ্যমাত্রা ছাপিয়ে আরো প্রায় তিন হাজার মেট্রিক টন ধান বেশি উৎপাদিত হয়েছে। ধান কাটাও প্রায় ৫০ শতাংশের বেশি শেষ হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>