<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেঙ্গু রোধে সিটি করপোরেশন ও সিভিল সার্জনের অবহেলার অভিযোগ এনে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল সাড়ে ১১টায় শহরের চাষাঢ়া এলাকা থেকে মিছিল নিয়ে নতুন কোর্ট এলাকায় সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করেন আন্দোলনকারীরা। পরে সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় সিভিল সার্জনের কাছে ৯ দফা দাবি পেশ করেন নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। সেই সঙ্গে সিভিল সার্জন তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা সেখান থেকে চলে আসেন। ঘেরাও কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাগরিকরা আমাদের জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের যথাযথ উদ্যোগ তারা দেখেননি। সেই সঙ্গে সিভিল সার্জন কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেননি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>