<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ন্যাশনাল ব্যাংকের ১৮৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৪২ টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় ব্যবসায়ী আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন অর্থঋণ আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এই আদেশ দিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, ১৮৯ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার ৪২ টাকা খেলাপি ঋণ পরিশোধে বাধ্য করার প্রয়াস হিসেবে আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ প্রদান করেছেন আদালত। দেওয়ানি আটকাদেশ কার্যকর করার জন্য আইনের ৩৫ ধারার বিধান মোতাবেক আশিকুর রহমান লস্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন অর্থঋণ আদালত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, খেলাপি ঋণ আদায়ের দাবিতে ন্যাশনাল ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার দায়েরকৃত মূল অর্থঋণ মামলার ডিক্রি থেকে এই জারি মামলার উদ্ভব। ২০২৩ সালের ২২মে দায়িকগণের বিরুদ্ধে ১৭৫ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৫৮৭ টাকাসহ উক্ত টাকার ওপর আদায় কালতক ১২ শতাংশ হারে সুদের ডিক্রি হয়। একতরফা সূত্রে প্রচারিত ডিক্রির বিরুদ্ধে বিবাদী হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট গত ৪ নভেম্বর রিট মামলাটি খারিজ পূর্বক ৫০ লাখ টাকা জরিমানা করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>