<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নারীকে গুলি করে হত্যার ঘটনায় তৌহিদ শেখ তন্ময় (২৩) নামের তরুণকে অস্ত্রসহ বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তন্ময় ঢাকার ওয়ারী এলাকার মৃত শফিক শাহর ছেলে। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, গত শনিবার সকালে ঢাকা-মাওয়া সড়কের দোগাছি এলাকা থেকে শাহেদা (২২) নামের এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। পরে ওই নারীর মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। নিহত শাহেদা ময়মনসিংহ কোতোয়ালি থানার মৃত মোতালেব হোসেনের মেয়ে। তিনি ঢাকায় ওয়ারী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন ও গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ঘটনার পরদিন গত রবিবার নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।</span></span></span></span></span></p>