<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের হাতে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুর ফাঁসির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এরশাদনগরে অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এই অবরোধ করা হয়। একই দিন ভোররাতে গাজীপুর-২ আসনের সাবেক এমপি, হাসান উদ্দিন সরকারের বাগানবাড়ি সাবাহ গার্ডেন থেকে কামুকে গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্টের আগে কামু পলাতক ছিলেন। পরবর্তী সময়ে এরশাদনগরে এসে হাসান সরকারের হয়ে রাজনীতির মাঠে সক্রিয় হন। আলোচিত এক বড় শিল্প প্রতিষ্ঠান মালিককে নিরাপত্তা দেওয়ার শর্তে দুই কোটি টাকা ও দুটি গাড়ি উপহার পান কামু। একটি গাড়ি তিনি নিজে ব্যবহার করেন ও আরেকটি গাড়ি এক বিএনপি নেতার ছেলেকে দেন। স্থানীয়ভাবে ঝুট ব্যবসায় ব্যাপক সফলতার পাশাপাশি মাদক ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কামরুল ইসলাম কামুর বিরুদ্ধে ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টির গ্রেপ্তারি পরোয়ানা আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>