<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওয়াসিম আকরাম ওরফে রাসেল (২৬) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত ওয়াসিম আকরাম চরশেরপুর নিজপাড়া এলাকার হাসেন আলীর ছেলে এবং সিলেট সেনানিবাসের পঞ্চম বীর ব্যাটালিয়নের সদস্য।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহতের পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে চাচা আব্দুস সালাম (৬০) ও তার ছেলে রঞ্জু (২৬) ওয়াসিম আকরামকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছেন। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে জামালপুরের মেলান্দহে সড়কের পাশের ধানক্ষেত থেকে শহীদ মিয়া (৩৫) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার পশ্চিম নয়ানগর তেঁতুলতলা সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শহীদ মিয়া ওই এলাকায় আবুল কাশেম আকন্দর ছেলে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে নিহত শহীদ মিয়া বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে আর তিনি বাড়ি ফেরেননি। মেলান্দহ থানার ওসি মাসুদুজ্জামান বলেন, অটোরিকশা ছিনতাই করে নিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।</span></span></span></span></span></p>