<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমে আসছে তাপমাত্রা। সেই সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় জেলার তেঁতুলিয়ায়। এর আগে গত রবিবার সেখানে ছিল ১০.৫ এবং শনিবার ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আসে। দিনে ঠিক উল্টো চিত্র। প্রচণ্ড রোদ। তাপমাত্রা উঠে যায় ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে দরিদ্র শীতার্তদের জন্য এবার এক লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, টানা সাত দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে তেঁতুলিয়ায়। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে।</span></span></span></span></span></p>